জীবন থেকে হারিয়ে গেলো
আর ও একটি বছর,
নতুন ভেবে আনন্দে মেতে
ভুলে যাই সেই খবর।
চোখের সামনে চুরি করে
তোমার সঞ্চিত ধন,
হাসি আনন্দে বিলীন হবে
সময়...! চোর ই এমন।
কী ভাবছো নতুন বছর
নতুন কিছু দেবে,
নতুন হবে তোর জন্ম তারিখ
বাকি সব একি রবে।
কত সময় ব্যয় করেছো
অকাজে কুকাজে,
জীবনের গতি যায় বদলে
মন কী রাজা সাজে?
নতুন মানে ভালো অতি
করো নতুনের আহ্বান,
ভেবে দেখো রয়ে যায় সেই
পুরোনোর পিছুটান।
পরিবর্তন এক ব্রম্হাত্র
হয়না কুপোকাত,
যাওয়া আসার পালা শুধুই
যেমন দিন আর রাত।
তুমিও যাবে আমিও যাবো
হিসেব হবে কাজে,
২৪ এর জীবন সাঙ্গ হলো
২৫ এলো রাজে।।
বিঃদ্রঃ রাজে = ক্ষমতায়
Date- ০১/০১/২০২৫
------&&&-------