মনের... কথা বলবো কারে...
কে বুঝবে আর;
বোঝার মানুষ ছিল একদিন...
তুলনা নাই যার।
মুখ খুলে বলার আগে...
বুঝে নিতো ভাষা;
কিসের লাগি কান্না ঝরে...
কিসের লাগি ব্যথা।
না-বলা সেই কথার মালা...
গাথিতো নিজের ভাষায়;
আজো খুজি মনের মাঝে...
আশায় বা নিরাশায়।
মনের... কথা বলবো কারে...
বোঝার মানুষ নাই;
যে গেছে, সে চলে গেছে...
মন কেই বলে যাই।
তুই বলবি, তুই শুনবি...
তুই বন্ধু মন;
তুই হাসবি, তুই কাঁদবি...
তুই আপন-জন।।
____-----____
12/06/2024