মন আছে সবার মাঝে
জানা নাই তার ঘর,
শরীরে একাত্ম থেকেও
হয় কখনও পর।
মনটি যদি খারাপ থাকে
লাগেনা কিছু ভালো,
আনন্দ ভরা অনুষ্ঠানেও
সহ্য হয় না আলো।
শরীর সুস্থ সবল হলেও
মনটি খারাপ হয়,
মন খারাপ এর পেছনে
হাজারো কারণ রয়।
সবাই জানে সবাই মানে
মন সবারি খারাপ হয়,
কেউ আবার খারাপ মনেও
করে অভিনয়।
মিথ্যা হাসি লাগায় ঠোঁটে
বোঝাতে মনটা ভালো,
খারাপ মনের ছবি ওঠে, দেখো
চোখের নিচে কালো।
খারাপ মনকে করিতে ভালো
কেউ বা শোনে গান,
গাঁজার কল্কি জ্বালিয়ে কেহ
জোরে মারে টান।
চুল্লুতে ডুবে মরে কেহ
করিতে ভালো মন,
বন্ধ ঘরে অন্ধকারে
কেউ করে শয়ন।
কোনো কিছু কাজ করেনা
কী করি উপায়,
খারাপ মনটি নিয়ে তবে
কোথায় যাওয়া যায়।
নেই জগতে মন খারাপ এর
ঔষধ পাতি দাওয়া,
ভালো লাগে নিরিবিলে
প্রকৃতির খোলা হাওয়া।
নিরাময় তো একটাই আছে
স্মরণ করো তাকে,
মনের মানুষ ভাবছো তুমি
এই সংসারে যাকে।
হোক না কোনো নিকট বন্ধু
হোকনা ভগবান,
তাহার কাছে খুলিয়া কহ
তোমার মনের গান।
মন প্রাণ একাত্ম করে
বলো যদি কথা,
চাঙ্গা হবে মনটি তোমার
হারিয়ে যাবে ব্যথা।।
___-----___
Date-
24/10/2024
___&&&___