চণ্ডী পাঠে প্রভাত হতো,
                         শুনে রেডিওতে -
কান খাড়া ছিল সবার,
                         ঘুম ছিল না রাতে।

মহালয়ার এই সকালে,
                       ছুটতাম সবে মিলে -
কার ঘরেতে সুর ধরেছে,
                       টিভির আলো জ্বেলে।

টিভির ঘরে জায়গা নাই,
                        করে ঠাসাঠাসি -
বসতাম পাড়ার ছেলেমেয়ে,
                           বসত মাসি পিসি।

অবশেষে লোকের চাপে,
                        টিভি বাইরে এলো -
মায়ের বোধন দেখতাম তাতে,
                        টিভি সাদা কালো।

আজকের এই মহালয়ার,
                    নেই আগেকার ঢেউ -
কে দুর্গা, কে অসুর,
                    বোঝে...ও না কেউ।

হায়..! হায়.!
সেই দিন গুলি আজ,
                     হারিয়ে গেলো বুঝি -
মনের মাঝে গোপন ঘরে,
                    কোথায়... যেন খুঁজি।।

             _____------_____


Date-
02/10/2024
___&&&___
মহালয়ার সকাল