ওগো মা ভবানী বিপদ নাশিনী
তোমার চামুন্ডা রূপ ধরো,
খর্গ নিয়ে হাতে দানবের মুন্ড কেটে
তাঁদের রক্ত পান করো।
মহিষাসুরের বংশ হয়নি ধ্বংস
আজও সমাজের ভিড়ে,
ঝাঁপিয়ে পড়ো মা না করে ক্ষমা
তাঁদের নাড়ি ভুঁড়ি খাও ছিঁড়ে।
ওহে নাটরাজ তুমি কোথায় আজ
তোমার তান্ডব লীলা করো,
রক্তে রাঙিয়ে সমাজকে ভাঙিয়ে
আবার নতুন করে গড়ো।
জগতে তুমিই সৃষ্টি দাও হে দৃষ্টি
তুমি প্রলয়ের স্বরূপ,
ত্যাজো তন্দ্রা আলস করহ প্রকাশ
তোমার রুদ্র রূপ।
গোলকের হরি কুঞ্জবিহারী
তুমি সকলের পতি,
দেখ কী? নয়নে নিশি জাগরণে
এই সমাজের দুর্গতি।
নরসিংহ অবতারে আর একবার এসো ফিরে
উদ্ধারিতে ভক্ত,
হিরোনাক্ষের শাসন করিতে অবসান
থেকো না হয়ে শক্ত।
সকল দেব দেবীর পদে মিনতি করি জোর হাতে
কোনো এক অবতার ধরো,
দেখিয়া এই দুর্গতি সুবিচারে দাও মতি
সমাজ কে সংঙ্করণ করো।