কে......, কিভাবে বানালো মাতাল -
                 নিজেই জানি ... না;
দৈনিক মদ লাগে আমার -
               না পেলে ...  ঘুম হয়না।

ছিলাম ......শান্ত, অনেক...... ভদ্র -
                এখন মাতাল বলে,
শুনিয়া মাতাল লোকের মুখে -
                 রাগে মাথা জ্বলে।।

তবু, যে ...কোনো অজুহাতে -
              মদের পার্টি হয়,
হোক না সে স্বশান যাত্রা -
              হোক না হরি..ময়।

কে ... কী বলে, বলুক... লোকে -
            ধার ধরিনা মোটে,
যত... সব ভদ্র পন্ডিত ---
           ওই.. আমার কাছেই জোটে।

পুরো সমাজ... মাতাল  হলো -
          বলো ... তার দোষ কে নেবে,
আমি মাতাল তাই বলে  কী -
             আমাকে দোষ দেবে।

তোমরা সব নিন্দুকের দল -
               মদের নিন্দা করো,
আরে...
         মদ দেয় এক নতুন জীবন -
                  বয়স হয় যে তেরো।

আমি শুধু মদে মাতাল,
              সমাজ মাতাল কিসে?
দেশটাও তো মাতাল দেখছি -
            কোন্ সে নেশার বসে।

ভুল বকছি আমি না হয় -
              মাতাল মানুষ বলে,
তোমরা তো আর মাতাল নও -
            দেখনা চক্ষু মেলে।

টাকার নেশায় মাতাল  সব -
          রাজ্যের  নেতা মন্ত্রী,
কী, করবে সত্যের বিচার -
         তারাই তো ষড়যন্ত্রই।।

       ____------____


21/09/2024
___&&&__