মাকড়সায় জাল পেতেছে-
অতি সুক্ষ করে,
মশা, মাছি অবোঝেরা সব -
সেই ফাঁদে পড়ে।
মাকড়সা হয় অতি বুদ্ধিমান -
সব চাল জানে,
সুক্ষ সুতোয় বন্দি করে -
বক্ষে শুল হানে।
ছোট মাথার কীট পতঙ্গ -
পায়না দেখা জাল,
অফিস আদালত সর্বত্রই চলে -
মাকড়সার ই চাল।
পেটের দায়ে ছুটতে গিয়ে -
ধরা পড়ে জালে,
স্ববংশে ধ্বংস হয় কেউ -
মাকড়সার এক চালে।
কেউ বন্দি অনেক আগে -
কেউ আজ বা কাল,
ভেবে দেখো, সমাজটা এক -
বৃহৎ মাকড়সার জাল।।
********&&&*******
Date- 02/02/2025
Time- 9 pm
--------&&&-------