আবেগভরা যত সম্পর্ক, সবার ঊর্ধ্বে মা -
মা বলিলে সব অপরাধ, হয়ে যায় ক্ষমা।
মা - সন্তানের মধুর সম্পর্কে, পরে নাড়ির টান -
দেখিতে এই জগতের আলো, মা এর অবদান।
মা,
নিজের রক্ত দিয়ে গড়ে, তোমার আমার তনু -
যেমন সৃষ্টি হয় ধরায়, ক্ষুদ্র অনু পরমাণু।
নিজের মুখের আহার দেয় মা, আমার মুখে তুলে -
প্রসবের শত যন্ত্রণার কথা, নিমেষে যায় ভুলে।
মা হলো দয়ার সাগর, এই ধরণী তলে -
তবুও আজ ডাস্টবিনেতে, কত শিশু মেলে।
মা... হ্যা মা..ই তো জন্ম দেয়, ওই শিশু গুলি -
অনাথ হয়ে ঘুরছে দেখো, গায়ে মেখে ধুলি।
মা... বড়ই মধুর শব্দ, মায়া মমতা ভরা -
মা.. এরই অবহেলায় যায়, হাজারো প্রাণ মারা।
পালন যদি নাই করিবে, জন্ম কেন দেও -?
মা.. হয়েছ তোমার ভুলে, দায়িত্ব টুকু নাও।
তোমার জন্য কলঙ্কিত, হয় মা.. এর জাতি -
তোমার কুকর্মের ফলে, সমাজের এই গতি।
যা পারো তাই করো, হও যদি মা..!
তোমায় গর্ভে নামে যে আত্মা, তাদের মেরোনা।
তারা তো নির্দোষ মাগো, শুন্যে ঘোরে ফেরে -
আসতে এই ধরার বুকে, কত মিনতি করে।
সব দরজা বন্ধ যখন, মা... ই কপাট খোলে,
ভগবান ও সেই সুযোগে, আসে মায়ের কোলে।
যম স্বয়ং পিছু হাটে, থাকিলে মায়ের আশির্বাদ -
মা.. নামের সেই গরিমা, করোনা ধূলীরসাদ।
মা.. পবিত্র, মা.. গঙ্গা, মা.. ই পরিত্রাণ -
মা হয়ে মা.. শব্দের, করোনা অপমান।।
____------____
19/09/2024
___&&___