ডেকে বলে কৈয়কী রানী,
             শুনহ পুত্র মোর বাণী,
তোমার লাগি অপেক্ষা, করে সিংহাসন,
এসো এসো আমার রাজা,
           আগ্রহে অধীর তোমার প্রজা,
শীঘ্রকরি দায়িত্বভার, করহ গ্রহণ।

ভরত বলে মাতা রানী,
           এ কেমন কথা শুনি,
এরই লাগি জৈষ্ঠ ভ্রাতা, গিয়াছেন বনে,
তুমি মাগো কী করিলে,
          মনে আগুন জ্বালাইয়া দিলে,
বলো মাগো এই বেদনা, সহিবো কেমনে।

মাতা বলে পুত্রধন,
        নিজেকে করো সংবরণ,
ভেবে দেখো তুমি রাজা, অযোধ্যা নগরে,
যে রাজ্যের লোভে পড়ে,
             দেবতাগন নর হয়ে,
আসিতে চায় এই, ধরিত্রীর উপরে।

আমি পুত্র তোমার মাতা,
            যাহা পারেনি ঐ বিধাতা,
নিজ হস্তে করেছি, তোমার জন্য,
বীর পুরুষ যারা হয়,
            না করে শোক অধিকার চায়,
বসে রাজ সিংহাসনে, জীবন করো ধন্য।

উত্তারিলা ভরত ক্ষোভে,
            যে ঐশ্বর্যের পড়িয়া লোভে,
তুমি মাতা এ কর্ম করিলে,
মনে মোর নাহি পাপ,
           তবুও করি অনুতাপ,
কলঙ্ক সাগরে মাগো, আমায় ঢুবাইলে।

কুলনাশিনী মাতা তুমি,
           স্বার্থ লোভে মারিলে স্বামী,
কেমনে ভাবিলে বলো, কী ছিল তোর মনে,
রাম চন্দ্র পিতার প্রাণ,
             আমার চোখে ভগবান,
তিলে তিলে পোড়াইলে মা, বেদনার আগুনে।

পুত্র আমার কথা ধরো,
           মনের ময়লা দূর করো,
বলে মাতা মিনতি করিয়া,
সব মাতার বাসনা থাকে,
             পুত্র যেন থাকে সুখে,
সুখী করো নিজে রাজা হইয়া।

ভরত বলে ও গো মা,
        তোমার কথায় জ্বলে গা,
কী সুখের মাগো তুমি, করিছ বর্ণনা,
যে সুখে পিতা মরে,
          জৈষ্ঠ ভ্রাতা বাড়ি ছেড়ে,
সেই সুখ বলি মাগো, আমার সহে না।

মাতা বলে পুত্র মোর,
        করি আমি হাত জোর,
এমন ঐস্বর্য  পুত্র না ফেলিও পায়,
আবেগ তোমার রাখো দূরে,
           সাজো তুমি রাজনীতির সুরে,
ভাঙা গড়ার খেলা পুত্র খেলে বিধাতায়।

মা রূপে রাক্ষসী তুমি,
        তোর গর্ভে কেনো এলাম আমি,
বিধাতার কাছে আমি তাহা জানতে চাই,
এ কোন রাজনীতি বলো,
           আপনজন শত্রু হলো,
এমন রাজার মুকুট পড়ে, শান্তি কথায় পাই।

***************************

Date-
১১/১১/২০২৪
---&&&---