খুঁজে ফিরি আমি আমায় -
                   সকাল সন্ধ্যা সাঁঝে,
কোথায় পাবো আমি আমায় -
                       এই ধরণী মাঝে।

মাথা থেকে শুরু করে -
                   পায়ে গিয়ে শেষ,
এই তো হলো ঠিকানা আমার -
                  এই তো আমার দেশ।

এরই মাঝে কোথাও যেন -
                     বাঁধিয়া আছি ঘর,
আমি কি খুব আমার আপন -
                     নাকি কোনো পর।

কেমন যেন গোলমেলে হয় -
                 আমি ও আমার মাঝে,
আমি যদি আমিই হই -
                    আমার টা কে সাজে।

আমার মাথা, আমার হাত -
                    আমার হলো নাম,
আমি যদি না থাকি দেহে -
                       কে করিবে কাম।

আমি চলে যাওয়ার পরেও -
                    দেহ থাকে পড়ে,
যাকে নিয়ে গর্ব করি -
                    ডাকি উচ্চ স্বরে।

কোন্ সে ঘরে বসত করে -
                      কেমনে আসে যায়,
কী বা সাধন করিলে পড়ে -
                          দেখিতে তারে পায়।

দেখতে আমার স্বাদ জেগেছে -
                          আমার আমি কে,
পাবো কি আমি দেখা তাহার -
                            আমার দুই চোখে।

আমার নামে ঠিকানা চিনি -
                        আমি কে জানিনা,
জানতে আমার রয়ে গেল -
                            বড়ই বাসনা।।

              ____-----____

Date-
17/10/2024

বিঃদ্রঃ
       কাম = কাজ