ক দিয়ে কৃষকেরা
কৃষি কাজ করে,
ক দিয়েই কীটনাশকে
কীট পতঙ্গ মারে।
ক দিয়ে কবিগুরু
রবীন্দ্র নাথ যিনি,
ক দিয়েই কত কাব্য
সৃষ্টি করেন তিনি।
ক দিয়ে কাকামনি
কাকিমা কে ডাকে,
ক দিয়েই কমল জেঠু
কম্বল মাথায় হাকে।
ক দিয়ে কালো কাক
কাঁ কাঁ করে,
ক দিয়েই কোকিল কালো
মধু তার স্বরে।
ক দিয়ে কাঁশি হলে
হবে কুষ্ঠ ব্যাধি,
ক দিয়েই ক্যান্সার হলো
অ কাল সমাধি।
ক দিয়ে কাতল টা
বাঁচে শুধু জলে,
ক দিয়েই কৈ দেখো
ডাঙ্গাতেও চলে।
ক দিয়ে কাঁচা কঞ্চি
মাথার উপর ঘোরে,
ক দিয়েই কারো পিঠে
পড়তো সরাত করে।
ক দিয়ে কাশ্মীরি
আপেল বেশ দামি,
ক দিয়েই কলকাতার
রসগোল্লা নামি।
ক দিয়ে কাজল কালো
যেমন কালো রাতী,
ক দিয়েই কাঁকাতুয়া
কথা বলা পাখি।
ক দিয়ে কালী মাতা
খর্গ নিয়ে হাতে,
ক দিয়েই কেশরী নন্দন
খেলে গদার সাথে।
ক দিয়ে কৃষ্ণচূড়ার
কালো রঙিন ছায়া,
ক দিয়েই কানুর বাঁশি
কতই জানে মায়া।
ক দিয়ে কংস রাজা
ছিল প্রতাপশালী
ক দিয়েই কৃষ্ণ স্বয়ং
করে তার বলি।
*********
Date-
১২/১১/২০২৪