আমি এক মাথা মোটা,
বুঝিনা ভালো অংক -
শামুকের সাথে তুলনা করি,
আস্ত বড় শঙ্খ।
গুণ ভাগ আর যোগ বিয়োগের,
হিসেব যাই ভুলে -
বীজগণিতের অংক গুলো,
কোন সূত্রে মেলে।
সুদ - আসলের অংক দেখে,
মাথা ঘুরে যায় -
জ্যামিতির ওই কোন ডিগ্রি,
করে কী কায়দায়?
কত রকমের সূত্র দেখি,
অংক বই এর মাঝে -
সকল অংকের মাস্টার তুমি,
দাঁড়ালে আপন সাজে।
আমার অতি সরল মাথা,
সরল ভাবে চলি -
সহজ সরল বাংলা ভাষা,
সরল করে বলি।
সাদাসিধে কবিতা গুলো,
পড়তে ভালবাসি -
তোমায় ভালো কবিতা ভেবে,
তোমার কাছে আসি।
চোখ বুজিয়া "মুখস্থ" আমি,
তোমায় করেছিলাম -
টেস্ট পরীক্ষা দেওয়ার আগে,
বড় জিরো পেলাম।
কবিতা তো ছিলেনা তুমি,
" জটিল অংক" ছিলে -
সমাধান তাই হয়নি আমার,
সূত্র গেছি ভুলে।।
____-----____
17/09/2024
__&_&&__