কী ছিলাম, কী হলাম আমি -
আর বা কি যে হবো?
মাঝ দরিয়ায় ভাসছে তরী,
কূল কী আমি পাবো?
শৈশব গেলো খেলার ছলে,
কৈশোরে গাই গান -
যৌবনে খেলি রঙের খেলা,
পড়ল ভাটির টান।
ওঠা ডোবা করছি এখন,
অগভীর সাগরে,
হাল ধরিতে বৈঠা ভাসে,
পাই না সাঁতারে।
একুল অকূল দুকূল সমান,
মধ্যে আমার নাও,
কূল কিনারা না পাই দেখে,
ওই দক্ষিণা বাও।
কী করিতে, কী করিলাম -
এখন ভাবি তাই,
ঘাটে যাওয়ার হলো সময়,
পাড়ে যাওয়ার নাই।
জীবন তরী এমনি ভাবে,
অকূলে যায় ডুবে,
দেখি পশ্চিমে তে সূর্যোদয় -
আর, সূর্যাস্ত পূবে।
দিনে দিনে যাচ্ছে বয়ে,
নামছে সাঁঝের বেলা,
দুচোখে যে দেখব না আর,
সাঙ্গ হবে খেলা।
রাখিলে ঠিক পালের দড়ি,
হতনা এই দশা,
ওপর থেকে দেখতো না "সে",
মজার এই তামাশা।
স্মরণ যদি থাকতো তোমার,
ভক্তি তাহার পদে,
পৌঁছে দিতে নৌকা তোমার,
দয়াল নিজ হাতে।
সময় আছে এখন ও তোর,
ঠিক করো হাল,
দীনবন্ধু'র নামে ধ্বনি দিয়ে,
শক্ত করো পাল।
পৌঁছে জাবি অনায়াসে,
আপন কিনার পাড়ে,
তার দোয়াতে জগত চলে,
তোরে কেন বা ছাড়ে।।
_____-----_____
Date-
29/09/2024
___&&&___
বিঃদ্রঃ -
নাও = নৌকা
বাও = বাতাস
##আমার ব্যক্তি গত জীবন উপলব্ধি অনুস্বরণে এই কবিতা।
ভুল ত্রুটি মার্জনীয়...!!