বাঁচতে  চাইলে এমন বাঁচো,
          যাতে মরেও শান্তি পাও-
পৃথিবীটা তোমার বিপক্ষে, 
          নিজেকে পৃথিবীর পক্ষে নাও।

কী পেলে আর কী হারালে, 
             হিসেব কষে দেখো-
চাইবার তো শেষ কিছু নাই, 
             দিতে কিছু শেখ।

শুধুই দোষ দিয়ে গেলে, 
         নিজের ভাগ্য-বিধাতাকে -
ভাবলে না-তো কোনো দিনও,
            দেখলে-না নিজেকে।

কী করিতে কী করলি,
        খুলে দেখো "জীবন খাতা"-
সকল উত্তর পাবে খুঁজে -
              পড়ো প্রতিটি পাতা।।

      ______------_____


Date- 20/03/2012
      ___&&&___