কুড়ি হয়ে আসি যেদিন
ওই বৃক্ষের ডালে,
ভেবে ছিলাম যাবো আমি
কোনো দেবালয়ে।
প্রস্ফুটিত হলাম যেদিন
আমার আকর্ষণে,
কত এলো অলি ভ্রমর
মধু আহরণে।
ইচ্ছেমতো মধু খেলো
না পেয়ে বাধা,
কৃষ্ণ সম এলো ভ্রমর
আমায় সাজিয়ে রাধা।
কাজল কালো ভ্রমর তুমি
ফাঁকি দিলে মরে,
তোর মুখের গরল টুকু
দিলে উজাড় করে।
নড়বড়ে করলি আমার
বোটা মেরুদন্ড,
হারিয়েছি শক্তি আমার
হয়ে রোন্ডভন্ড।
আশা ছিল মালা হয়ে
সাজবো কোনো গলে,
না পুরিল সাধ আমার
ঝরিলাম অকালে।
পড়িলে মাটিতে ফুল
সাজিতে কেউ নেয়না,
তাজা ফুলে পূজা দেয়
বাসি ফুলে দেয়না।
মাটিতে পড়িয়া থাকি
নাহি পাই কূল,
ভ্রমর করিল আমায়
এক ঝরা ফুল।।
*********
Date - ০৭/১১/২০২৪