কোন্ সাধনে দয়াল গুরু তোমার দেখা পাই।
জানিনা আমি সাধন ভোজন, মহমায়ায় মত্ত যে মন,
আত্ম অহংকার নিয়ে সাথে, ভবঘুরে হয়ে বেড়াই --
কোন্ সাধনে দয়াল গুরু তোমার দেখা পাই।
আমি গুরু অতি অধম, সম্মুখে দেখিয়াছি যম ---
মায়া জালে হয়ে বন্দী, জ্ঞান বৈরাগ্য সব হারাই --
কোন্ সাধনে দয়াল গুরু তোমার দেখা পাই।
তুমি গুরু কৃপা করো, আমার হাতটি তুলে ধরো --
ভব সাগরে ডুবে মরি, বাঁচার কোনো উপায় নাই --
কোন্ সাধনে দয়াল গুরু তোমার দেখা পাই।
তুমি গুরু হও কান্ডারী, চালাও আমার অচল তরী --
তুমি বিনে যাইতে নাড়ি, সঙ্গে আমার বৈঠা নাই --
কোন্ সাধনে দয়াল গুরু তোমার দেখা পাই।
তুমি যদি দাও গো অভয়, পাড়ি দিতে নাই কোনো ভয় -
তোমায় গুরু দেওয়ার মতো, সঙ্গে আমার কিছুই নাই -
কোন্ সাধনে দয়াল গুরু তোমার দেখা পাই।
অন্তরে নাই গুরু ভক্তি, সদাই বিষয়ের আসক্তি --
গুরু তুমি দাও সেই শক্তি, তোমায় চারণ ভুলে না যাই -
কোন্ সাধনে দয়াল গুরু তোমার দেখা পাই।
গুরু তোমার কৃপা হলে, ভাঙ্গা তরী ভাসে জলে ---
অধম নবান ডেকে বলে, তুমি বিনে গতি নাই ---
কোন্ সাধনে দয়াল গুরু তোমার দেখা পাই।।
___-----___
Date-
26/10/2024
__&&&__