ঘুম আমার বড় প্রিয়,
তোমার কাছেও বুঝি!
সময় পেলেই মাঝে মাঝে -
ঘুমোনোর সুযোগ খুঁজি।

কোনো রাতে না হয় যদি -
চোখ ভরানো ঘুম,
সারাদিনটাই লাগে যেন -
সেতসেতে নির্ঝুম।

যেখানে সেখানে ঘুমোয় কেহ -
টো টোয়, বাসে, ট্রেনে,
নয় ভালো, মোটেই তাহা -
পরতে পারো ড্রেনে।

গারো ঘুমে থাকেন যিনি -
মারলে তারে ঠোকা,
তেলে বেগুনে জ্বলে উঠে -
দেবে অনেক বকা।

ঘুমিয়ে পড়লে মরার মত -
সব কিছু যাই ভুলে,
না পেলে ঘুম পরবে মনে -
পাক ধরেছে চুলে।

কারো বদ অভ্যেস আছে -
ঘুমে থেকেও চলে,
ঘুমের দেশে গিয়েও কেহ -
স্বপ্নে কথা বলে।

ঘুমের সাথে মনের এক -
অদ্ভুদ যোগাযোগ,
মন ভালো তো, ঘুম ও ভালো -
বিপরীতে রোগ।

ঘুম মম মৃত্যু সম -
জাগ্রত তাই প্রাণ,
বেহিসাবি না হইয়া -
হিসাবে ঘুমান।

ঘুমিয়ে কাটে অর্ধ জীবন -
হিসেব করলে পাই,
ঘুম শরীরের খুব জরুরি -
চলো ঘুমোতে যাই।
___------___

Date-
07/10/2024
____&&&____

রাত 12:30