সেদিন হঠাৎ বৃষ্টি হলে -
                   মাঠ গেলো ভরে,
কারেন্টের এক ফন্দি জাল -
           পেতেছিলাম পুকুর ধারে।

ভোর বেলাতে উঠে গিয়ে -
                  নিয়ে এলাম বাড়ি,
দুএকটা কই ধরেছে -
                   শিঙ্গি গোটা চারি।

ভালো করে লক্ষ্য করি -
                    শিঙ্গী মাছকে চেয়ে,
জালের সুতা বসে গেছে -
                        নরম নরম গাঁ'এ।

মাছ ছোটাতে ভাবলাম বসে -
                        চেষ্টা করেছে যত,
বাঁচতে তো পারেনি কেবল -
                       কেটে বসেছে তত।

এমন ভাবে নাকাল হয়ে -
                     অবশেষে যায় প্রাণ,
ক্ষমতা নাই মাছের গাঁয়ে -
                        কাটতে সুতোখান।

গভীর ভাবে ভেবে দেখি -
                    মানব জীবনে - তে,
কত মানুষ পড়ছে ধরা -
                      সমস্যা ও সংকটে।

জালের সুতো শক্ত যেমন -
                 ওই মাছটির কাছে,
মানুষ তেমনি হচ্ছে নাকাল -
                 মানুষের পাতা ফাঁদে।

যতই করো ছটফটানি -
                   মুক্তি নাহি পাবে,
আপদের দিনে বিপদ আরো -
                     অমনি বেড়ে যাবে।

ধীর স্থির মাথা রেখে -
                     সঠিক বিচার করো,
সিঙ্গি মাছের মতো কেন -
                       মানুষ হয়ে মোরো।।

           _____------_____

Date-
04/10/2024
___&&&___