পৃথিবীর আর এক নাম দুনিয়া
যার অর্থ এক নয় দু কে নিয়া।

দিন শেষে যেমন ভাবে নেমে আসে রাত,
দিনে থাকে সূর্য তেমন রাতে থাকে চাঁদ।

অমাবস্যার আঁধার কেটে পূর্ণিমাতে আলো,
সাদা হয় ধপধোপে আর কুচকুচে হয় কালো।

দুঃখে যেমন কাঁদে মানুষ সুখে তেমন হাসে,
ঘৃণা করার পরেও মানুষ আবার ভালোবাসে।

ন্যায় অন্যায় পাশাপাশি যমজ ভাই হয়ে,
চোর পুলিশ করছে খেলা দু নিয়া যায় সয়ে।

ভালো সাথে মন্দ আছে মিষ্টির সাথে ঝাঁল,
গ্রীষ্মে চরম দাবদাহ ঠান্ডা শীতকাল।

জন্ম হলে মৃত্যু আছে অটল নয় কিছু,
নারীর সাথে সদাই পুরুষ চলে পিছু পিছু।

মূর্খ হয় গাদা সম খাটতে হয় বেশি,
শিক্ষিত হয় শেয়াল পন্ডিত হিসেব করে কষি।

সত্য মিথ্যার গুনাগুন বোঝা বড়ো দায়,
ধর্ম অধর্মের যাঁতাকলে ফেঁসেছে মানুষ আজব দুনিয়ায়।

আরো এমন অনেক কিছু দু নিয়ায় পাওয়া যায়,
সব কিন্তু এক  কবিতায় লিখা বড়ো দায়।

      *****--------*****

Date-
১৫/১১/২০২৩
----&&&----