ছাম গায়েনর পরে হলো,
জন্ম আমার ভবে;
ভাবিনি কভু পতন আমার,
যন্ত্রের জ্বালায় হবে।
একদিন কত আদর পেতাম,
বাংলার ঘরে ঘরে;
মা, ঠাকুমা পুঁজতো আমায়,
দেবতা মনে করে।
ধান ভাঙিয়া সকাল সন্ধ্যা,
চালাতাম সংসার;
আমি ছাড়া কেউ ছিলনা,
সেদিন কিন্তু আর।
বারান্দার ওই একটি কোণে,
হতো আমার ঘর;
বাড়ির এক সদস্য ছিলাম,
ভাবত না কেউ পর।
পৌষ পার্বণে পুলি পিঠার,
স্বাদ জাগিত মনে;
আমার ঘরে লাইন পরিত,
আতব চালের সনে।
চালের গুঁড়ো, লংকার গুঁড়ো,
কত ভেঙেছি কলাই;
ক্লান্ত কভু হয়নি আমি,
দেখো ভেবে তাই।
কোনো পারিশ্রমিক ছিলনা আমার,
খাওয়া দাওয়া ও নাই;
মাঝে মাঝে ঠোঁট ভাঙ্গিত,
কখনো ভাঙত পা'ই।
তবুও আমায় বিদায় দিলে,
তোমার জীবন থেকে;
অলসতা গ্রাস করেছে,
তোমার সমাজ টাকে।
তুমি কি ভাবছো মনে,
থাকবে ধরায় তুমি;
ভুলবে তোমায় এই পৃথিবী,
যতই হও গুনি।
আমার মত কেউ কোনোদিন,
করবে তোমার স্বরণ;
থাকে যদি সৎ কর্ম,
হোক না তোমার মরণ।।
____-------____
20/09/2024
___&&&___