দেউলিয়া সরকার
ভালোই বিচার তার ।
যার যা দরকার
করো শুধু আবদার।
যদি না পাও জীবনে
পেয়ে যাবে স্মশানে।
চেয়ো নাতো চাকরি
হয়ে থাকো বকরি।
দরকার নাই শিক্ষা
মাসে নাও ভিক্ষা।
শিক্ষিত যদি হয়
থাকে জবাবের ভয়।
মূর্খরা থাকে চুপ
বোঝে না আসল রূপ।
মাঠে তে আছে ঘাস
তাহার করে চাষ।
করো না তো নালিশ
কাঁশ ফুলে হয় বালিশ।
কচুরি পানার থালা হয়
এটা তোদের জানা নায়।
সামনে তো পুজো এলো
ঘুগনি সাথে নিয়ে চলো।
সাথে রাখিও চপ
কেনো করো কলরব।
কত কিছু করা যায়
যদি তোর মনে চায়।
বিক্রি হয় বাঁশ পাতা
কখনো ভেবেছতা।
চিন্তা শক্তি মোটে নাই
শুধু বলো চাকরী চাই।
চাকরি কী
পাকা কলা
ছুলে দেই আর
ভরো গোলা।
না বাপু সহে না
মানুষ তো বোঝেনা।
শুধু শুধু চাই চাই
যত দেই তত খাই।
কোত্থেকে দেবো বল
সবই খায় গাধার দল।
যে দলের আমি মাথা
সবাই শোনে আমার কথা।
আমি মহা পন্ডিত
গাই ছড়া লিখি গীত।
***********
Date-
০৫/০৯/২০২৪