চোর ঢুকেছে ব্যানার্জি পাড়ায়
টের পেয়েছে দারোয়ান,
ব্যানার্জি পাড়ার মুখীয়া বাবু
খাওয়াতে চায় পাকোয়ান।

দারোয়ানে রাখে দাবি
খুঁজিয়া দাও চোর গুলো,
পাকোয়ানে হবেনা কাজ
আইন কানুন নয় ধুলো।

চোরেদের বড়ো ভালোবাসে
মুখীয়া বাবু করে কী,
চোরেদের হয়ে গলা ঝাড়ে
যা করার করো দেখি।

এই নিয়ে দ্বন্দ্ব বাঁধে
দারোয়ান আর মুখীয়া,
সাধারণে ভাবে বুঝি
চোর যাবে বাঁচিয়া।

অবশেষে দারোয়ান
দেয় কড়া বার্তা,
চোর ধরা না পড়িলে
হবে সবার ভর্তা।

দারোয়ানের বার্তায়
মুখীয়া ভাবে তাই,
বলা তো খুবই সহজ
করা কিন্তু কঠিন ভাই।

অবহেলায় চোরেদের
আগলে সে রাখিলো,
দারোয়ানে রেগে গিয়ে
পাড়ায় আগুন লাগালো।

চোর সাধু এক সাথে
পুড়িয়া হইলো ছাঁই,
ব্যানার্জি পাড়ায় আর
প্রদীপের আলো নাই।।
  --------***-------


Date- ০৪/০৪/২০২৫