তিলে তিলে যে সম্মান
                          করেছি অর্জন,
কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ায়
                            হলো বিসর্জন।
না পারি সইতে আর
                         না পারি কইতে,
সর্বশান্ত  ক্লান্ত শরীর
                       জীবনের ভার বইতে।
সত্য বাক্য শোনায় লোকে
                           পথে ঘাটে চলতে,
মন চায় মনের কথা
                        তাদের কাছে বলতে।
কে বিশ্বাস করবে বলো
                         আমি নির্দোষী,
চলেছি পথ চোরের সাথে
                        থেকেছি পাশাপাশি।
এটাই শুধু অপরাধ আমার
                        জন্মেছি ভুল ক্ষনে,
পরিহাসের এক পাত্র হলাম
                          এই সমাজের মনে।
ঘরে বৃদ্ধ পিতা মাতা
                        আছে ছোট্ট মেয়ে,
অশ্রু ধারা না পারি আটকাতে
                       তাদের দিকে চেয়ে।
অভাব অনোটনের ঘরে
                         চাকরি যেদিন পাই,
বাবা মার সেই খুশির জোয়ার
                         আগে দেখি নাই।
সেই বাবা মার চোখের জল
                        কে মোছাবে আজ,
আমার মিথ্যা প্রতিশ্রুতি
                         করে না যে কাজ।
সর্ব অঙ্গ ভালো তবুও
                            ভেতরে পঙ্গু মন,
জানিনা কী করবো আমার
                              বাকিটা জীবন।
প্রভু তুমি বিশ্ব শ্রেষ্ঠা
                        তোমায় দিলাম ভার,
এই করুন দশার আমার
                         করো সুবিচার।।
   --------------*****-------------
Date- ০৬/০৪/২০২৫