জঙ্গলের বৃক্ষ হলো
ধরিত্রীর প্রাণ,
তথাপি চলছে আজও
বৃক্ষ ছেদন।
বন জঙ্গলে নগর হলো
কেটে বৃক্ষরাশি,
তবুও করুন হয়ে বলি
গাছকে ভালোবাসি।
বৃক্ষ বাঁচবে মানুষ হীনে
এই ধরণীর বুকে,
বৃক্ষ হীনে বাঁচেনা মানুষ
মরবে ভীষণ দুঃখে।
নিঃস্বার্থে সেবা করে বৃক্ষ
কতকিছু দিয়া,
মানুষ বড়োই স্বার্থপর তাই
দেখেনা ভাবিয়া।
মায়ের গর্ভে জন্ম নিয়ে
বাঁচি বৃক্ষের দানে,
স্বাশ প্রশ্বাস চলে মোদের
বৃক্ষের অক্সিজেনে।
বৃক্ষ মোদের মায়ের সমান
রক্ষা করো প্রাণ,
বিশ্ববাসী সবে মিলে
গাছ লাগান গাছ লাগান।।
Date-০৪/০১/২০২৫
-----&&&-----