বলি হচ্ছেটা কী? জগৎ জুড়ে -
ধর্মা ধর্মের রণ,
আর কবে জাগবে? মূল ধর্ম -
শান্তির বিবরণ।

কে তুমি? কিবা জানো?
ধর্মের ইতিহাস,
না বুঝিয়া করছো কেন?
পর ধর্মের পরিহাস।

দু-চার খানা পুঁথি পড়ে
পন্ডিত ভাবো নিজে,
অনন্ত ব্রহ্মন্ডের গুড় তত্ব
দেখো আগে খুঁজে।

কোথা হতে কী হয়েছে?
ধর্মের সৃষ্টি কোথায়,
ভেবেছো কভু নিগুড় ভাবে
এসেছে কভু মাথায়?

ভূগোল, বিজ্ঞান আর ইতিহাস
এক সূত্রে গাঁথা,
ধর্ম শাস্ত্রেও মানে তাহা
মানেনা বিচুটি পাতা।
    ****-----****