বিচার
    --------

কে করিবে কাহার বিচার,
       যেথায় রানী অপরাধী -
কেনো তবে বিচার চেয়ে,
       রাজপথে কাটাই রাতি।

দোষ করিলে আমি তুমি,
      সাধারণ কোনো প্রজা -
বিচার সেথায় বড়ই শক্ত,
রানীর,
          চেলায় দেয় সাজা।

দোষী যদি রানীর কোন,
      ঘনিষ্ঠ হয়ে থাকে -
আড়াল করিতে আপনারে,
রানী,
      শাক দিয়ে মাছ ঢাকে।

প্রমাণ লোপাট করিবারে,
         হুকুম করে জারি -
লোপাট করে চেলা চামুণ্ডা,
       পাহারায় পুলিশ ফারি।

যার শাসনে রাজ্য চলে,
        সে যদি না চায় -
আন্দোলন আর প্রতিবাদে,
        বিচার কী কেউ পায়???

বিচারালয়ের উচ্চ পদে,
       যারা বসে থাকে -
মুখ ভরিয়া রাণীকে তারা,
       মা বলিয়া ডাকে।

যারা করবে প্রমাণ জোগাড়,
      তথ্য খুঁটি নাটি -
তারা সবাই গোলাম হয়ে,
      চাঁটছে রানীর চটি।

এই আদতেই কত দোষী,
       সাধু হয়ে ঘোরে -
মহারানীর পাশে বসে,
       মন্ত্রীসভা আলো করে ।

এদের বিচার করা বাপু,
      মোটেই সহজ নয় -
"মেরুদণ্ড" সোজা করিতে হবে,
         ভুলিয়া সকল ভয়।

আগুন যেদিন জ্বালিবে কোনো,
           "অমেরুদণ্ডী"র ঘরে -
বুঝবে সেদিন কেমন "বিচার",
         কে কার বিচার করে।।


        ____------____

15/09/2024

      বি: দ্র:  চেলা =  পেয়াদা, কর্মচারী, পুলিশ
               চামুণ্ডা= গুন্ডা বাহিনী যাদের বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয়।