কী! এসেছে দিন, ধনী কিংবা দীন
- ভাইরাল হওয়ার নেশা,
কেউ শখ করে, কেউ ভাব ধরে
- কেউ করেছে পেশা।
যে যাহা পারে, সে তাহাই ছাড়ে
- ইউটিউব ফেইসবুকে,
বাড়লে ফলোয়ার, নিয়ে তলোয়ার
- কাজ করে হাসিমুখে।
বাদ দিয়া বাড়ির কাজ, হইয়া মহারাজ
- মোবাইল ফোনে ব্যস্ত,
কী বানাইবে, কী ছারিবে
- চিন্তার বোঝা মস্ত।
লাইক পেতে বেশী, টানিয়া পেশী
- কেউ উলঙ্গো হয়,
কেউ সাধাসিধে, পোশাক মার্জিতে
- জয়ের শিখর পায়।
কারো সুপ্ত শিল্প, ছিল যাহা অল্প
- বাহির হইলো পথে,
করিয়া নৃত্য, সাজিয়া ভৃত্য
- কেহ চড়ে রাজরথে।
স্বামীকে পটিয়ে, বড় চুল কাটিয়ে
- ফ্যাশনে মাতে কেউ,
কেহ যায় সাগরে, লইয়া ঘাগরে
- উপেক্ষা করিয়া ঢেউ।
রিয়েল ভিডিও, কেহ বা অডিও
- নকল করিয়া গায়,
কেহ ভাবে তাই, এই কায়দা তেই
- ভাইরাল হওয়া যায়।
সাংবাদিক হয়ে কেহ, কেউ বা দেখায় দেহ
- ভাইরাল হওয়ার জন্য,
ভুতের ছবি আঁকিয়ে, চোখ মুখ বাঁকিয়ে
- কেহ বা হয় ধন্য।
যে যাহা পারো, সে তাহাই করো
- দোষের কিছু নাই,
হবেই ভাইরাল, ঠিক রাখিলে তাল
- প্রমাণ খুঁজিলে পাই।
মোবাইল খুলিয়া তাই, শুধু দেখিতে পাই
- খারাপ ভালো সবি,
ভাইরালের ভাইরাস, কেড়েছে নিশ্বাস
- আঁকলাম তারি ছবি।।
____....
13/09/2024