কী লিখবো কী লিখবো
ভাবতে গিয়ে তাই,
লিখার বিষয় ছিল যেটা
সেটাই দেখি নাই।

মন হয়েছে অতি চঞ্চল
না পায় কিছু ধরতে,
লিখার কাজ পরে আছে
অপারক সেটা করতে।

সব কিছু যেন গোলমেলে লাগে
অকাজে মেতে মন,
হারাতে বসেছি ছিল যা কিছু
সঞ্চয়ে রাখা ধন।

এই বেপরোয়া মনটি আমার
মানেনা কিছু বাধা,
মনের বেগে চলতে গিয়ে
হয়েছি আস্ত গাধা।

ভুল পথে ছোটে যে মন
উৎমাত ঘোড়ার মতো,
লাগাম হীন  করে বেড়াই
অকর্ম কুকর্ম যতো।

জানি পরিনাম অতি ভয়ানক
তবুও ছোটে মন,
কত ভালো যে হলো নষ্ট
না করে যতন।

কিভাবে আমি মানাবো পোষ
পাগল ঘোড়া টাকে,
বলবে কী কেউ কৌশল আমায়
লাগাম দেওয়ার তাকে???

      ********

Date-
১২/১২/২০২৪
----&&&----