মেলায় যাবে পুঁকির মা তাই,
ধরেছে যে বায়না -
গাল মুখটা ফুলিয়ে বেড়ায়,
একটি কথাও কয় না।

মেলা আছে বাবার দেশে ,
দুর্গাপূজা শেষে -
রাগ দেখায় মাঝে মাঝে,
মা চণ্ডীর বেশে।

আমি বলি কি হয়েছে,
কেনো এমন তাপ -
দূর থেকেও টের পাওয়া যায়,
আগুনের উত্তাপ।

গম্ভীর গলায় বলে ওঠে,
জানো না কী তাও -
শনিবার যে মেলা আছে,
যেতে বলেছে মাও।

আমি সব জেনে বুঝেও,
করি একটু ভান -
চাই দেখিতে পুকির মায়ের,
বাপের দেশে র টান।

বাপের বাড়ি চাইছো যেতে,
নাই করি নাই টাকা -
বোঝোনা কেন পূজা গেলো,
পকেট হয়েছে ফাঁকা।

অভিমানে পুকীর মা
কাঁদো কাঁদো হয়ে -
একটি কাজেও হাত না দিয়ে,
থাকলো শুধুই শুয়ে।

একা একাই বকে চলে,
মনের কথা যত -
একমাত্র কন্যা আমি,
ছিলাম রানীর মত।

কোন্ পাপে মোর এমন দশা,
তুমি আমার স্বামী -
মন কান্দে মায়ের লাগি,
জানে অন্তর্যামী।

সবার ঘরে আসবে কুটুম,
বাপ মাও দেখিবে তাই -
বেটি জামাই আছে আদরের,
মেলার দিনে নাই।

কত কষ্ট পাবে মনে,
দেখেছ কভু ভেবে -
নাই নাই এর সংসার তোমার,
বলে গিন্নি রেগে।

মনে মনে হাসি আমি,
তাহার প্রলাপ শুনি -
পকেটে কী আছে তাহা,
দেখলাম একবার গুনি।

যাতায়াত এর খরচ কত,
দেখি হিসেব কষে -
মিষ্টি দিয়েও মিলে গেল,
সমস্যা টা কিসে।

গলা ঝেড়ে বললাম এবার,
চলো যাব মেলা -
তাড়াতাড়ি সাজো কিন্তু,
নইলে যাবে বেলা।

টপ করিয়া উঠে দাড়ালো,
শোয়ানো পূকির মা -
সাজুগুজু করতে গেলো,
ঝাড়ি দিয়া গা।

অবশেষে শ্বশুর বাড়ি,
কাল বিকেলে আসি -
শ্বশুর শ্বাশুড়ি দেখিয়া মোদের,
হইলো বড়ই খুশি।

ভাবলাম মনে এই জীবনে,
সমস্যার নাই শেষ -
মানুষ মনের ক্ষুধা গুলো,
করিওনা নিঃশেষ।।

    ___----___

Date-
20/10/2024
__&&&__