আমরা ডালে ভাতে বাঙালি,
                আমরা মোটেও ভালো নেই,
রোজ সকালে ভালোর মুখোশ,
                           আমাদের গা'য়ে দেই।

প্রতিনিয়ত দুর্ঘটনা দেখি,
                           খবর তর্কে ভরা,
নোংরা রাজনীতি আর হিন্দু মুসলিম দ্বন্দ্বে,
                        বাঙালির আবেগ গেছে মারা।

টেলিভিশনে মন বসেনা,
                             মন লাগেনা কাজে,
হওয়ার মাঝেও কেমন জানি,
                       হাহাকারের হুঁহংকার বাজে।

পরিবেশ যেন আতঙ্ক এ ভরা,
                                 কখন যে কী হয়,
সর্বনাশের খেলা চলছে যেন,
                                   লাগছে মনে ভয়।

নিশ্চয়তা নেই ভুত ভবিষ্যতের,
                             "আশা " বাঁচবে কিসে,
দেহের মাঝে মন মুহুর্মুহ রোগী,
                                জ্বলছে করুন বিষে।

বুকে হাত রেখে বলো হে... বাঙালি,
                             দাও না প্রকৃত পরিচয়,
ভালো কী তুমি সত্যই আছোঁ?  নাকি...
                 করছো ভালো থাকার অভিনয়।

জানি,  উত্তর টা দিতে তোমার,
                             ইতস্তত করবে কণ্ঠস্বর,
সব ভুলিয়া চলোনা বাঁধি,
                       বাঙালির আবেগ ভরা ঘর।

বাংলার রক্ত বিপ্লব ভরা,
                          প্রমান আছে ইতিহাসে,
সেই বিপ্লবে  আনবে শান্তি,
                           বাঙালির বারো মাসে।।

        -----------------********---------------

Date-
০৭/০৪/২০২৫
Time- ১০:০০