বাঙালির আবেগ দূর্গা পূজা -
হয় ঘটা করে,
আনন্দে হয় আত্মহারা -
নতুন গানের সুরে।
নতুন জামা, নতুন শাড়ি -
নতুন পোশাক পরে,
আপন স্বজন সাথে নিয়ে -
বেড়ায় ঘুরে ঘুরে।
কাজ কর্ম থাকে না আর -
পূজার কটা দিনে,
নানা রকম খাবার খায় -
রেষ্টুরেস্ট দোকানে।
পুরোনো যত বন্ধু বান্ধব -
দেখা যদি হয়,
জমিয়ে অনেক আড্ডা দিতে -
থাকেনা স্বামীর ভয়।
প্রেমিক প্রেমিকা নতুন যারা -
প্রথম প্রেমে পরে,
চক্ষু লজ্জা নিয়ে সাথে -
ভয়ে ভয়ে ঘোরে।
প্রেমের বয়স চার বছর যার -
পরোয়া নাই কারো,
হাত ধরে ঘোরে দুজন যেন -
দেবদাস আর পারো।
প্রেমে যাদের জং ধরেছে -
পুজো নাই তার মনে,
নিজের মৃত্যু কামনা করে -
মা দুগ্গা র সনে।
ছোট থেকে প্রাপ্ত মোরা -
সকলেই মেতে যাই,
মা..., দুগ্গার আশির্বাদ এ -
পাঁচখানা দিন পাই।
কেনো করবো নষ্ট বলো -
সময় বেশি নাই।
দেখব সবাই মা ' র প্রতিমা -
চল প্যান্ডেলে তে যাই।
_______----------_______
Date-
05/10/2024
____&&&____