এক বাবার চোখে জল দেখছি,
বুক ফাটা সেই কান্নায় গড়াগড়ি যায়,
আমার চোখেও ঝরেছে জল সেদিন,
পারিনি আটকাতে আমি আমায়।
যেদিন আমার হাতে তুলিয়া দিলো তার আদরের একমাত্র মেয়ের হাত,
কেঁদেছে, বাড়ির সবাই কেঁদেছে
পড়েনি আত্মীয় স্বজন রাও বাদ।
সকলের সেই কান্নার ভিতর
সেই মানুষটির কান্না, আজও কানে বাজে,
কোন্ সে যন্ত্রণায় কেঁদেছিল সেদিন বুঝিনি, আমি বুঝিনি আগে।
আজ বছর ছয় পেরিয়ে গেছে
ভুলিয়া গেছে হয়তো সে নিজে,
ততটা গুরত্ব আমিও দেয়নি,
ওই রকম ভাবে মনেও রাখিনি।
কিন্তু,
আমি যখন বাবা হলাম মেয়ের বয়স পাঁচ,
তাকে নিয়ে ভাবতে গিয়েই মাথায় পড়ল বাজ।
আমার ঘরের মূর্তি খানা নিয়ে যাবে পরে,
কেমন করে থাকবো আমি লক্ষী শূন্য ঘরে।
আদর মাখা বাবা ডাকে হৃদয় ভরে যায়,
এমন সোহাগী ডাক কে ডাকিবে আমায়।
ওই টুকু মেয়ে আমার মায়ের শাসন করে,
ওর একদিন বিদায় হবে ভাবতেই আখি ঝরে।
এক এক ফোঁটা করে চোখের জল ঝরে,
অদূরে ওই মা মনি মোর ডাকে বারেবারে।
থাক আর কী বলিব কী করিব ছল,
মেয়ে মানে বাবার চোখে লুকানো কিছু জল।।
______----------______
Date-
18/10/2024
____&&&____