মানহীনে হুস নাই তবুও মানুষ,
মোরা তবুও মানুষ।
সভ্যতার শ্রেষ্ঠ বলে,
         গর্ব করি মানুষ হলে -
অন্য কোনো জীবের প্রতি নেই কারো হুস,
মোরা অহংকারী মানুষ,
       মোরা অহংকারী মানুষ।

কে কোথায়, পড়ে আছে -
কার পিঠে, কে চাপে -
চারিদিকে হানাহানি খুনোখুনি বেঁহুশ-
মোরা এমনি মানুষ,
            মোরা এমনি মানুষ।

মা চণ্ডীর দ্বারে গিয়ে,
             নত মস্তক শিরে -
মনুষত্বের "বলিদান" দিয়াছি ঘুষ,
হ্যাঁ..! মোরা এমনি মানুষ,
           মোরা এমনি মানুষ।

নিজ স্বার্থ সিদ্দিতে,
              অর্থের পাহাড় বৃদ্ধিতে -
নর রক্তে সিক্ত করি প্রাচুর্যের উলুস,
মোরা রক্ত পিপাসু মানুষ,
         মোরা রক্ত পিপাসু মানুষ।

স্ব জাতের পশুতে,
               হিংসা নেই আশুতে -
নিজ নিজ জাত ধর্মে পশুরা খুশ,
মোরা নির্লজ্জ মানুষ,
         মোরা নির্লজ্জ মানুষ।

কামের জ্বালা মিটাতে,
             ধর্ষণ করি ছোট্ট তে -
পশুতে করেনা তাহা মানুষের কলুষ,
মোরা ধর্ষক মানুষ,
            মোরা ধর্ষক মানুষ।

কবে যে ভাঙ্গিবে ভুল,
           ফুটিবে মানবিকতার ফুল -
কবে হবে তাণ্ডব নিত্য, কবে ফিরিবে "ভোলার" হুস,
মোরা আশাতুর মানুষ,
              মোরা আশাতুর মানুষ।।


          _____------_____

22/09/2024
___&&___