আমরা সবাই গায়ের ছেলে -
গায়ের ভালো চাই,
গায়ের মঙ্গল কামনার্থে -
পিকনিক করে খাই।
আজকে করি হাঁসের মাংস -
কালকে কচি পাঠা,
রান্না করি গরম মসলায় -
ঝোল টা আঠা আঠা।
ইস..! কত সুন্দর রান্না হলো -
জিভে আসে জল,
মাংস কষায় মদ না হলে -
কেমন লাগে বল।
লাল হোক আর চুল্লুই হোক -
যাও না নিয়ে এসো,
জমিয়ে বসে খাব এবার -
গোল করিয়া বসো।
খাওয়া থেকে কথা বেশী -
বকবকানি করি,
পরো নিন্দা পরো চর্চা -
কেনো দেবো ছাড়ি।
খাওয়া শেষে হিসাব কষে -
যখন দেখতে যাই,
কে কোথায় কী খরচা করে -?
কারো মনে নাই।
নেশায় মোরা ডুবে আছি -
হিসেব কী আর আসে,
কাল সকালে দেখা যাবে -
খরচ হলো কিসে।
আরে..., কত টাকা খরচ হবে -
ভাবনা কী আর তাতে,
গৌরী সেনের অর্থ ভান্ডার -
সদাই খোলা আছে।
এই ভাবে তেই কত মঙ্গল -
করেছি সবে মিলে,
সত্যি ...! আমরা মঙ্গল চাই -
আমরা গায়ের ছেলে।।
___------___
Date-
08/10/2024
__&&&__
রাত - 01:05
বিঃদ্রঃ
এই রাতের একটি পিকনিক দেখার যে অভিজ্ঞতা, তার ছবি আকার চেষ্টা করলাম মাত্র।
সেই পিকনিকে বিশিষ্ট ব্যক্তি রাও ছিলেন।।
ভুল ত্রুটি মার্জনীয়......