আমাদের গ্রাম সবার ভালো -
                  ছিল অনেক আগে,
কেমন যেন হলো পড়ে -
                  হিংসা নিন্দার বাগে।

নষ্ট হলো দিনে দিনে -
                         গ্রামের সংস্কৃতি,
হারিয়ে গেলো ভালোবাসা -
                     হারালো প্রেম প্রীতি।

পাশের বাড়ি অনুষ্ঠানের দিনে -
                        জমিতে দেই চাষ,
বন্দে আলী মিয়া ' র গ্রামে -
                       করেনা কেউ বাস।

বউ মরেছে ছোট ভাইয়ের -
                       হাটে দোকান করি,
শ্মশানে তো যাইনা আমি -
                       দেইনা শেষের খড়ি।

মরলে পাড়ার পিসা - পিসি -
                      কুটুমের ভাব ধরি,
কুটুম সেজে শ্রাদ্ধের দিনে -
                   জম্মের ভোজন করি।

গ্রামের পূজা, দশের পূজা -
                       আমি নাই তাতে,
ভুলত্রুটি  টা প্রচার করি -
                       অলিতে গলিতে।

সন্ধ্যা হলে বন্ধ করি -
                    আমার ঘরের লাইট,
দেখেও যেন দেখিনা আমি -
                       কারা করছে ফাইট।

পাশের বাড়ি লাগলে আগুন -
                      বেগুন পুড়ে খাই,
গ্রামে আমি ভালোর কথা -
                       সবার কাছে কই।

এই আমি ভালোর মতো যদি -
                           থাকে দশ জন,
গ্রামটির কী গতি হবে -
                           ভাব বিচক্ষণ।।

              _______-----------_______

Date-
06/10/2024
____&&&____