যদি এমন হয, এই পৃথিবী ছেড়ে -
অচেনা কোনো দূরে -
আমি চলে যাই,
অথচ, আড়ালে জীবিত থেকে -
মন কে বাঁচিয়ে রেখে,
সবই দেখতে পাই।
তবে, পরিষ্কার হতো -
শত সম্পর্ক যত -
পাড়া, পড়শী ভাই,
কে, কিভাবে দেখে -
আমার ওই মৃত্যু টাকে -
শুধুই দেখতে চাই।
আমার আপন স্বজন সবে,
কে ব্যথা, কে খুশি হবে-
দেখব আড়াল থেকে,
মিথ্যা মায়ায় ভালোবাসা -
যাদের জন্য গড়েছি বাসা,
কে কাতর হয় শোকে।
যারা আমার সম্মুখে -
আমার প্রশংসায় -
হয়েছিল পঞ্চমুখ,
হয়তো তারা, তাদের অজান্তে -
আমার নিন্দায়
পাবে পরম সুখ।
যে সভার মাঝে ছিলাম -
সর্ব সময় দিয়েছিলাম -
হয়ে মধ্যমণি,
সেই সভার সভ্যরা সব,
করবে হয়তো গুণের রব -
হয়তো বা, করবে ঋণী।
আমা হতে মুখ ফিরিয়ে -
সংসার টা নেবে গুছিয়ে -
যাবে সবে ভুলে,
আমার নিজ সহধর্মিনী -
সেই দিনে হবে দামিনী -
রাখবে ফটো তুলে।
ছলনাময় সবই দেখি -
সবে থাকে সুযোগ বুঝি -
হয়েছি তাই ক্লান্ত,
জানি আমার এই ধারণা -
নয় সত্য শুধু কল্পনা -
মন আজ হয়েছে বিভ্রান্ত।
আমার প্রতি ভালোবাসা -
কে কেমন করে আশা -
তাই দেখতে চাই,
বেঁচে থেকে পাইনা দেখা -
এর তোরে কাব্য লেখা -
মরেও বাঁচতে চাই।।
____------____
Date-
30/09/2024
___&&&___