পাল্টে গেছে যুগের হওয়া
পাল্টে গেছে দিন,
প্রকৃতিও যায় বদলে
রাখেনা বাকী ঋণ।
এই কালে ধার থাকিলে
ওই কালেতে সোধে,
পাল্টে গেছে নিয়ম কানুন
কী ছায়া কী রোদে।
বৈশাখ জ্যৈষ্ঠ থাকে গ্রীষ্ম
আমরা সবাই মানি,
দেখলাম না তেমন দাবদাহ
এ গ্রীষ্ম কেমন জানি...!
চাষের সময় আষাঢ় শ্রাবণ
বর্ষায় মাটি ফাটে,
নদী নালার জল গুলি সব
শিয়ালে খেলো চাটে।
প্রখর ভাদ্র হলো মেঘলা
আশ্বিনের শরৎ হাওয়া,
আশ্বিন মাসে নামলো শ্রাবণ
মুষল বৃষ্টির ধাওয়া।
নদী খাড়ী ভরিয়া দেখো
টুই তুম্মর হলো,
চাষীর বহু কষ্টের ফসল
ডুবাইয়া যে দিলো।
শরৎ গেলো বৃষ্টি ভেজা
হেমন্ত আসে আসে,
অকাল ঝড়ের পূর্বভাস
এলো কার্তিক মাসে।
অগ্রহায়ন এ পাকিবে কী ধান
সন্দেহ তাই মনে,
হারালো বুঝি নবান্নের সাধ
মোদের এই জীবনে।
শীত আর বসন্ত নিয়ে
ভাবছি বসে তাই,
কাটবে কেমন পৌষ মাঘ, আর
দেখো ফাল্গুনে কোকিল নাই।
চৈত্র মাসে ফুটবে কী ফুল
শিমুলের ডালে,
অকাল শ্রাবণ নামে যদি
ওই বসন্ত কালে ....!!
___-----___
Date-
25/10/2025
__&&&__