মানুষের জীবন জুড়ে মোরা
কতই ধরি ভেশ,
একবার ও ভাবিনা মনে
চিতাতেই সব শেষ।

কী এমন করলে তুমি
এই ধরাতে এসে,
ডুব দিলে সেই অহংকারে
নিজেকে ভালবেসে।

মহাজ্ঞানীরাও হারায় জ্ঞান
অহংকারে এলে,
কিছু নমুনা দিলাম নিচে
যা ইতিহাসে মেলে।

অহংকারের শিরমোনি
ছিল রাবণ রাজা,
মহাকাল বসলো শিরে
মৃত্যু দিলো সাজা।

পরাক্রমী মহিষাসুরকে
দেবতাগণ ভয় পায়,
তার পতন করতে হলো
দেবী দুর্গার উদয়।

দুর্যোধনের সাথে ছিল
সহস্র মহারথী,
স্ববংসে নির্মূল হলো
ঘটিল দুর্গতি।

মথুরার অধিপতি
ছিল রাজা কংস,
বন্দী করে ও নিজ মৃত্যু
হয়ে গেলো ধ্বংস।

যত ছিল বীরযোদ্ধা
স্বর্গ, মর্ত, পাতাল
অহংকার করেছে চূর্ণ
ভাগ্য আর কপাল।

তুমি তো নও তেমন যোদ্ধা
উদাহরণ তুল্য,
আত্মঅহংকারী হইলে
কে দেবে তোমার মূল্য।

অহংকার এক অদ্ভুত বিষ
একবার যারে ধরে,
বিনাশ তার হবেই হবে
কাল বা দুদিন পরে।

নিজকর্মে আনন্দ কর
অহংকার নয়,
অহংকারে আছে মৃত্যু
জানিও নিশ্চয়।।
___-----___

Date-
21/10/2024