হাত পা ভালো আছে,
                    তবুও দোষী তারে -
বিকলাঙ্গ কত মানুষ ,
                  রয়েছে সংসারে।

চোখ দিয়ে দেখি যখন,
                   লাগে কত ভালো -
কত মানুষ আছে অন্ধকারে,
                   না পাইয়া আলো।

ডাকলে পরে শুনতে পারি,
                     থাকুক না সে দূরে -
বোঝেনা কেউ গানের মর্ম,
                  গাইছে যে কোন সুরে।

মনের যত কথা আমি,
                     প্রাণ খুলিয়া বলি -
কেউ পারেনা বলতে আবার,
                    কেউ বা আদবলি।

মন চাইলে চলতে পারি,
                         এখানে ওখানে -
ঘরেতে জীবন কাটায় কেহ,
                         কেহ বা ওঠানে।

নিজের হাতে নিজেই খাই,
                      দরকার কী কারো?
পোশাক পরার নেই ক্ষমতা,
                       কত মানুষ আরও।

তবুও.….,
   কত শত "অভিযোগ" দেই,
                         বিধির ও দরবারে -
এটা কেনো দিলো আমায়,
                          ওটা দিতে পারে।

যারা অন্ধ বিকলাঙ্গ,
                     "অভিযোগ" নাই তার -
তোমারি ভুলে সমস্যা এলে,
                       দোষ দাও বিধাতার।

কী সুন্দর গড়েছে দেহ,
                        সকল কিছু দিয়া -
"অভিযোগ" টা কিসের তোরে,
                      দেখ...তো ভাবিয়া।।

                 __---------__

Date-
03/10/2024
_&&&_