মেথরের ঘরে এলো এক চাঁদ,
বলবে কিসে বাংলা, নাকি উর্দু,
শিখবে কিহে, মেথরানী কয় ভাঙা হিন্দি,
বাংলা না তার শুদ্ধ।

হালুয়ার ছো'ল জন্মেছে হায়,
কিযে তার এক চিন্তা-
ছো'লকে বানাবে জজ বেইষ্টার,
ভরবে সবার মনটা।

ডাক্তারনী ওই জন্ম দিলো রাজকপালে বাচ্ছা,
ডিছিশন শেষ, যাবে সে বিদেশ-
এদেশে নেই ক্যারিয়ার, হবে না'কো সে আচ্ছা।

কি করে হবে হায়, যদি কেউ না হয় হালুয়া,
                                  না হয় কৃষক,
                                  না হয় মজুর,
                                  না হয় মুটে?

পৃথিবীতে যবে হায় শেষ হবে, এদের শেষ প্রজাতি টুকু
খাবে কি তোমরা, পরবে কি হায়? দেখবে চেয়ে শুধু
বাঁচবে কিসে বাছা? চিবিয়ে খেয়ো তখন তোমরা,
রাশি রাশি তোমার জমানো সাজানো টাকা।

-------------
৩১/০১/২০২১
রাত ১২টা
জোবেদা মঞ্জিল, ডেভিড কো পাড়া, গাইবান্ধা

কবিতাটি উৎসর্গ করলাম নাজিয়া নামের মেয়েটাকে-
যাকে কেন্দ্র করে আমার নতুন জীবনের পথচলা শুরু হয়েছিল
আজকেরই এই দিনে, সন্ধ্যা বেলায়, মাগরিবের আজানের পূর্বমুহূর্তে।