উপদেশ দাও যখন তখন
মিথ্যে বলা খারাপ ভীষণ
তবে কেন তোমারা বাবা, মিথ্যে কথার গাঁথ মালা?
কেন বল টোনাটুনি, বানায় পিঠে চাল-ডাল আনি?
বাঘের ঘড়ে গোগের বাসা, কলসির ভেতর দৈত্য ঠাঁসা!
বিরাট সাবু বড় পালোয়ান, কয়েক গরু একসাথে খান!
চাঁদ-মামা ওই চুপটি করে, টিপ দিয়ে যান গালে গালে
মিছের এমন ফুলঝুরিতে, সাজিয়ে ডালা দিচ্ছ কাছে,
গিলছি মরা গপগপিয়ে।
করছি নাতো চিন্তা মোরা, ভিতরের ওই দিলটা দিয়ে।
এমন করে চলবে কত? জীবন মানে কি যুদ্ধ এতো?
যুদ্ধতে এই জিততে হলে, ধাল-তলোয়ার সঙ্গে নেবে,
মাথার বুদ্ধি পুরো খাটিয়ে, এগিয়ে যাবে অনেক ভেবে।
সব করে জাব বড় হলাম, হাত তুলে তাই দিচ্ছি সেলাম।
জানি তবু শয়তান ওটা, দেশের হয়েই করছে ঘোটা
পড়ে যাবার কঠিন ভয়ে, নিজের মনেই মিথ্যে গুঁজে
সত্যকে আজ খুঁজছি কিসে?
অবাক চিত্তে তাকিয়ে দেখি, সত্য-ন্যয় যাচ্ছে ভাসি,
চারিদিকে কালো হাতের নিত্য-নতুন ভেলকিবাজি।
এমন করে দেশটা আমার চলবে যে আর কতদুর,
তবুও বাবা আমিই যেন যেতে পারি বহুদুর !
============
১২-০৬-২০১৩
স্টেপ