ঘরে থেকে লাভ কি বল? তোকে তো শুনতে পাইনা, দেখতে পাইনা।
তাই যাবো সিন্ধু নদের অবয়বিত তীরে, মিশ্র যেথা ভাগ্য শিয়রে,
যেথা শাপলা ফোঁটেনা, ফোঁটে অতল সমুদ্দ্রের বেসখা বিধ্বংসী ঢেউ।
যেথা শালূক নয়, হয় রঙবেরঙের শৈবাল, কোরাল, সৌন্দর্য্য
যেন হাতে পাই অহিংস্র স্বাধীনতা, যেন বাঁধন ছাড়ে মোর কুলষ দুঃস্থ কালো-মন।
যেখানে হংস নয়, হিংস্র লহর করিছে খেলা,
যেথা পদে পদে বিপদের ভেলা, হারিয়ে যায় বেদারুন ক্ষুব্ধ ঊর্মিতে।
যেথা আছে বাঁচার আঁকুতি, আছে তাকে পাবার অপ্রতিরুদ্ধ আবেদন।
যেথা দুপ্রস্তরে ঘঁষেও একটু অনল-হাসিল ভীষণ শক্ত হয়,
আর হয়, এ মনে উদারতার উদয়
মনে হয় বুকটাকে চিড়ে দেখাই! দেখ হে পৃথিবী,
তুই করেছিস লালন আমায়,
তুই দিয়েছিস দীক্ষা,
আর তুই দিয়েছিস সুযোগ আমায়,
দুচোখ ভরে দেখতে, তোঁকে, আর আমার প্রিয়ারে,
ধন্যবাদ তাই তোঁকে শতবার, খোঁদার পরে ।।
====================
০৬-০১-২০১৬
মোহাম্মাদপুর, ঢাকা