ভাঁজে ভাঁজে স্বপ্নের অবয়ব যেন,
ত্রস্ততার কুৎসিত ক্যানভাসের মতই আজ!
ভীষণ মন খারাপের ছবিটা যেন,
ব্যর্থ আমির মতই সচারচর!
নিশ্চুপ পদ্য যেন আজ কিছু বলতে চায়!
কোথাও কেউ নেই, চরিতার্থতায়,
মন যা চায়, তা কি পায়?
ভাবুক এমন, শতবার, তাঁকে, যাকে পাবে,
সে আসবেই এ প্রত্যাশায়!
স্বপ্নের রুপকার এ মন বাস্তবে পাবার আশায়,
কাঁটিয়ে দেয় হাজার হাজার নির্লুপ্ত রাত যেন,
দুঃখের ভুরায়।
--------------------------------
১১/১১/২০১৫
রায়ের বাজার,ধানমন্ডি,ঢাকা ।