অদ্ভুত ভবিতব্য করলেন দান, এই কি বিচার নাথের,
খেতে পায়না কেন ওরা দুমুঠো দুবেলা পাতের।
তৃষ্ণার ছলে সলিল ই শ্রেয় আশ্রয় কুণ্ঠিত জঠরে যাদের।
মৃন্ময় ওদেহের ভাঁজে ভাঁজে এক
অসহ্য যাতনার সম্পূরক প্রতিফলন ব্যপ্ততায় তাঁদের,
ব্যাথার ওজীবনে কিঞ্চিৎ সুখের আশায় পারি দিতে প্রস্তুত
তাঁরা অতল এলোমেলো বিধ্বংসী ঢেউয়ের।
চারিদিকে মাতে ওই অসুস্থের অসফেন সমুদ্র,
ঠুনকো সখানুভবের বিদীর্ণ চেহারা প্রতিপদে পদে হয় স্পষ্ট।
রৌদ্র কে শাস্তি ও শৈত্যকে দৈত্য ঠাওরে উঠে দাবিত ভুলে,
অভাব নামের জ্বালাময়ী পদটি হুঙ্কার দেয় পলেপলে।
ক্ষুয়িত ক্ষুধার জ্বলিত বেদন বাড়তেই থাকে যেন আহা,
প্রভাত মনের আসে নাকো কভু সহ্যিত কায়ার ব্যাথা।
যারা ক্ষণে ক্ষণে ভাবে দ্রবিব কিসে আজকের মহাধাঁধা,
তাঁহাদেরি হয়ে গেয়ে যাই আজি দারিদ্র্যের দুঃখগাথা।
============
২৪-০৬-২০১৫
স্টেপ