ঘোর এক অন্ধকার নেমে আসল মনেতে আমার তখন,
যখন হঠাৎ করেই কি যেন এক অচিন কারনে
মনকষাকষিতে আচ্ছন্য হল আমার অভিপ্রায়।
সুরের ইন্দ্রধনু সাতটি রঙে খেলছে আমার মনে
মনেহয় এটাই যেন দৃষ্টের অকপট চাহনি, তোমার বুকেই আমার মরণ!
কষ্টের স্মৃতিতে শ্রবণেন্দ্রিয় আমার, প্রায় অকেজ
কারও কথাই যেন শ্রুতে ঠেকায় না আজ
আজি এই বৃত্তের বাহিরে গিয়ে চিন্তা করাও আমার পক্ষে অসম্ভব।
কেন যেন তোমাকেই মনে পড়ছে বারেবার,
চিন্তার কোনায়-কোনায় ভরপুর শুধু তুমি,
সত্ত্বার প্রতিটি লহু-ই যেন রব করছে তোমার,
উন্মনা এ মন চোখ বুঝলে, তোমাকেই শুধু দেখতে পায় অপলক,
প্রতিটি রাতের তাঁরায় তোমাকেই যেন খোঁজে সংশপ্তক।
ব্যস্ত এ শহরের কোলাহলে মন আমার তোমারই যেন চাচ্ছে সাড়া, বারেবার।।
তাহলে কি তোমায় ছাড়া বাঁচব না আমি ?, জানি না!
কিন্তু তোমাকে ছাড়া আর কিছুই তো ভাবতে পারছি না এমুহূর্তে
এই কি তাহলে ভালবাসা, নাকি ক্ষণিকের বেহায়াপনা?
সেটা আর যে যাই বলুক প্রবল পছন্দ ছাড়া আর কিছুই নয়।
============
কবিতাটি কাল্পনিক :)
আমার চিন্তায় এর অহেতুক উৎপত্তি :)
২৪-০৬-২০১৫
স্টেপ