প্রথম তাকে স্বপ্নে দেখা, তার সাথে কথা বলা, ভাব জমানো এবং ভালোবাসা,
এ সবকিছুর মধ্যেই কেমন যেন যাদু আছে একটা
তবে কষ্টও আছে কিঞ্চিৎ কিংবা অনেক
তখন, যখন বাস্তবে ওর অস্তিত্ব শূন্য এটা বুঝে উঠতে পারা যায়,
যে, ঠিক সত্যের অপর প্রান্তেই আমার অবস্থান।
বারবার মন চায় তাকে পেতে।
কিন্তু পরক্ষনেই নিস্তব্ধ হৃদয় বুভুক্ষিত হয়ে যায় যেন,
পাখির কলকাকলির মত রব করতে থাকে হৃদয় খালি
এ’রব হয়তো’বা সফল হবে, কিংবা হবে না,
কিন্তু কবে এর বিনিশ্চয় হবে, এ হৃদয় তা জানে না।
তাইতো প্রতি মুহূর্তে তার অপেক্ষায় দিন গুনে অপলক।
রাতে চোখে ঘুম নেই, দিনে কাজে মন নেই,
শুধু তার জন্যেই।
তাকে পেতে চায় শুধু, অন্য আর চায় না কিছু,
মন শুধু তারই পিছু।।
কখনো সখনো মনে হয় কোন্‌ অচেনা এই সঙ্গীর জন্য এ মন উতলা এতো?
সে কি কিঞ্চিৎও ভাবছে আমার কথা? নাকি তার কোনো বর্তমানতাই নেই?
যার জন্য আমি এতো উন্মত্ত সেই যদি অস্তিত্বহীন হয়,
তবে আমার প্রান কোথায়?
আমার প্রান নিয়ে ছিনিমিনি খেলার কথা তো তার নয়!
বরং এটাকে তার উষ্ণ বুকের মাঝে আস্টেপৃষ্টে রাখার কথা,
আর আমার মনের সকল ব্যধিকে একতুড়িতেই বিলিন করার কথা।
এভাবেই তো ভালবাসতে হয়, নয়তো আমার কাছে এটার নামই কাঙ্খিত ভালোবাসা।
============
০৭-০৪-২০১৪
স্টেপ