চপলা সুন্দর-মৃন্ময়ী পুতুলের মত দেখতাম তোমায়,
তোমার কেশরাজি কিভাবে অনিয়ন্ত্রিত হতো তাও,
তোমার মুখের সে মনোহর আঁকাও ।
তোমার ঠোঁটের সতেজতাও মুগ্ধ করতো আমায়,
চোখের সেই অপলক চাহনি আজও মনে পরে আর কাঁদায় ।
হারিয়ে গেলে চপলা তুমি কোথায়?
হৃদয় আমার গ্রীষ্মের মাটির মত খাঁ-খাঁ করে তোমার শূন্যতায় ।
তুমি আছো?
নাকি স্বপ্নেই শুধু দেখেছি তোমার অস্তিত্ব,
বাস্তবে তুমি আসছো নাকি সবি আমার মতিভ্রংশ ।
হতদরিদ্রের মত এই ব্যাকুল হৃদয় চেয়ে আছে তোমার পথের পাণে,
তোমার শুভাগমন যেন আশু হয় আমার জীবনের তানে ।
এসে দূর কর আমার সন্ত্রস্ততা,
হাতটি ধর আমার শক্ত করে ।
দু-হৃদয় কে বন্ধনীতে বদ্ধ কর এসে,
তোমার সাথে, তোমাকেই ভালোবেসে, যেন মরতে পারি শেষে ।
==========
২১-০৬-২০১৫
স্টেপ