ঘোর অঘোরের দুনিয়াটাতে ভাবছি হয়ে রত,
শুনছি নাকি সুখ কিনতে ঘোল ঘোটালা কত!
সৎ হয়ে তাই জীবনটাকে, চালিয়ে নেয়ার ইচ্ছে,
আজকের এই দ্যাও দুনিয়া, মৃত করেই দিচ্ছে!
সবটা শেষে, যতই ভালো সাজো,
মিষ্টিমতন তেঁতো চায়ে চুমুক দিতেই রচো।
দেবেনা চুমুক? খাবে ধমক, পড়বে বিপত্তিতে
আজকে এই কুটিল সমাজ, বাঁচতে দিবে কি সে?
তোমার যেটা ইচ্ছে তুমি চালিয়ে যাও দিব্বি,
পরিবেশ ঘোলা আরো হবে, অপরিস্কার হবে সবছবি!
তাই বলছি শোন, সেই সমাজ আর না পাক তোয়াক্কা,
ভালো হয়ে তুমিই চলো, অন্যকেও ডাকো ভাই,
আসলে আসুক, না আসলে তো নাই!
================
১৫/০৮/২০১৭
ধানমন্ডি ১৫, ঢাকা -১২০৯
বৃষ্টির দিনে