ভুলিয়ে রাখা কিছু বিষণ্ণতার যন্ত্রনা,
আবার বুকের তালাবদ্ধ-প্রকোষ্ঠ থেকে তুলে আনতে ইচ্ছে করে।
ইচ্ছে করে, আবার কিছু মহুর্ত নষ্ট করতে,
সাধ জাগে বুকের বাম কিনারায়,
ওই চিন্তাহীন সব অপরিনামদর্শী কিছু কার্যধারা-
আবার ক্ষণিক সময়, বৃষ্টির মতন ঝরে যাক।
যাক, এ বুভুক্ষ-হৃদয়ে কিছু স্বস্তির নিটল নিঃশ্বাস বয়ে,
অথবা চলুক কিছু ভালোলাগা, কিছু খুনসুটি-
কিছু খেলা, কিছু পরাজয়, সবশেষে কিছু ধোকা।
তারপর আবার, আমার তালাবদ্ধ বুকের প্রকোষ্ঠে সেটার গমন।
===============
১৯/০৮/২০১৭
ধানমণ্ডি, ঢাকা-১২০৯
অপেক্ষার ৭ম তলার ফ্লাটের দুপুরবেলায়
কবিতাটি অর্থবহ কিন্তু!