আজকের গোধূলীর সায়াহ্নের পরে,
পৃথিবীর নিম্নভাগ থেকে কিছু আলোকচ্ছটা-
এসে লাগুক আমার বুকে, চোখে, হৃদয়ে।
উত্তপ্ত এই বক্ষ শীতল-শোভিত হোক সেই দীপ্তে!
দেখতাম-পেতাম যদি তাঁকে অনন্তর!
প্রদীপ্ত মোর এই জ্বলজ্বল প্রানের পরে!
তাহলে কেন?
সে নেই এখন?, এ অবুঝের দুঃখ-সুখ ভাগ নেবে তাই।
তাহলে আমি কেন সামলে উঠি আবার! বারবার ।।
হয়তো সে কোথাও আছে বলে আয়োজন করে এবুক, চোখ, এ হৃদয়,
সাজিয়ে নেয় (অপেক্ষায়) নিজের মনকে,
তাঁর মনে শোভিত হবার মতন করেই!
বাজিয়ে নেয় নিজের ইচ্ছাকে,
প্রিয়ার বক্ষ থেকে আসা-
ভালো-ভালো ছোট-বড় সব-
উষ্ণ-ইচ্ছের ফুলঝুরিতে হ্যাঁ ভরবার লয়েই!
====================
১৯/০৮/২০১৭
ধানমন্ডি ১৫, ঢাকা-১২০৯
সায়াহ্ন-রাত্রিবেলা